১২ই রবিউল আউয়াল কেউ নবীজিকে স্মরণ করে ভালো কাজ করলে বাধা দিবেন কেন ?

التعليقات · 1993 الآراء

১২ই রবিউল আউয়াল কেউ নবীজিকে স্মরণ <br> <br>করে ভালো কাজ করলে বাধা দিবেন কেন ?

১২ই রবিউল আউয়াল কেউ নবীজিকে স্মরণ

করে ভালো কাজ করলে বাধা দিবেন কেন ?

লেখা: এস হাবীব

 

পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে -

১. কেউ নবীজিকে স্মরণ করে গরীব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করলো।

২. কেউ নবীজিকে স্মরণ করে হাসপাতাল, মাদক নিরাময়কেন্দ্রে খাবার বিতরণ করলো।

৩. কেউ সাধারণ মানুষকে মেহমানদারি করালো।

৪. কেউ কুরআন শরীফ তিলাওয়াত করলো।

৫. কেউ দুরুদ সালাম পড়লো। কেউ হামদ-নাত পাঠ করলো।

৬. কেউ নবীজির জীবনী পাঠ করলো।

৭. কেউ আল্লাহ পাক উনার নামে পশু জবাই করে সাদকা/হাদিয়া করলো।

৮. কেউ সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিলো।

৯. কেউ অমুসলিমদের মাঝে দ্বীনের দাওয়াত দিলো।

১০. কেউ পিপাসার্ত মানুষকে শরবত খাওয়ালো।

প্রতিটাই কিন্তু ভালো কাজ। প্রতিটি কাজ নবীজির জীবন আদর্শের সাথে মিলে যায় এবং তিনি এ কাজগুলো আমাদেরকে করার জন্য বলেছেন। তাই কেউ যদি ১২ই রবিউল আউয়াল উপলক্ষে নবীজি স্মরণ করে ভালো কাজ করে, তবে আপনি বাধা দেয়ার কে ? আপনি বিদআত ফতওয়া দেয়ার কে ? নিজে ভালো করতে না পারলে চুপ থাকুন, অপরকে ভালো কাজের বাধা দেয়া পবিত্র দ্বীন ইসলাম সম্মত নয়।

التعليقات
بحث