বাংলাদেশসহ মুসলিম দেশগুলোতে সহশিক্ষা, সহচাকরী জারী করা হয়েছে। এতে পড়াশোনা, চাকরীসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছে মেয়েরা। সম্মানিত দ্বীন ইসলাম উনার বিধান অনুযায়ী পর্দা করা বাধ্যতামূলক হলেও মুসলিম সরকারগুলো তা পালন করেনা বরং বেপর্দাকে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করে। অথচ এক গবেষণায় তার বিপরীত দেখা গিয়েছে বিধর্মী রাষ্ট্র আমেরিকায়। সেখানে ছেলে সহকর্মীর চেয়ে মেয়ে সহকর্মীর সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে মার্কিন মেয়েরা।
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত আমেরিকার অন্তত ৪ হাজার ৪৮৬ জন নারী কর্মকর্তার ওপর জরিপ করে এই তথ্য পাওয়া গেছে। বৃটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সাময়িকপত্রে এ জরিপের ফল প্রকাশ করে বলা হয়, সমলিঙ্গের সহকর্মীদের সাথে কাজ করতে আনন্দ পায় মার্কিন মেয়েরা।
বৃটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইউ কিয়াং এই গবেষণার কাজে যুক্ত ছিলো। সে বলেছে, ‘কর্মক্ষেত্রে ছেলে সহকর্মী বেশি থাকলে মেয়েরা খুশি মনে কাজ করতে পারে না। মেয়েদের কাজগুলো তখন কম অর্থপূর্ণ হয়। তাছাড়া যে মেয়েরা তাদের ছেলে সহকর্মী দ্বারা কখনও না কখনও শারীরিক নিপীড়নের শিকার হয়েছে তারা ছেলে সহকর্মী ছাড়াই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।’
এর কারণ হিসেবে গবেষণার ফলাফলে কয়েকটি বিষয় তুলে ধরা হয়। ‘অধিকাংশ কর্মক্ষেত্রে পুরুষদের বেশি সুবিধা দেওয়া হয়। আর কথিত পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে নিপীড়নের শিকার হয় মেয়েরা। অধিকাংশ কর্মক্ষেত্রে অর্ধেক অংশ জুড়ে নারীদের অবস্থান হলেও তারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়।’
Search
Popular Posts
- ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পাশাপাশি আরেকটি দিবস পালন করা উচিত
- সহশিক্ষা, সহচাকরীর ভয়াবহতা: পৃথিবীজুড়ে নারী সংসদ সদস্যরা ব্যাপক হারে যৌন হয়রানির শিকার -আইপিইউ
- সহশিক্ষা, সহচাকরীর ভয়াবহতা: পৃথিবীজুড়ে নারী সংসদ সদস্যরা ব্যাপক হারে যৌন হয়রানির শিকার -আইপিইউ
- শবে বরাত আপনি কেন ঢাকা রাজারবাগ দরবার শরীফে পালন করবেন?
- ‘ছেলেদের সাথে সহশিক্ষা, সহচাকরী পছন্দ করে না মার্কিন মেয়েরা’ -বৃটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা
Muhammad Ismail zabeehullah 1 y
সুন্দর লিখেছেন