বর্তমান সময়ে Hacking এবং Hacker এই দুই শব্দের সাথে পরিচয় হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, Online marketplace গুলোতেও আজকাল ভীষণ পরিমাণ Ethical Hacker এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিছু মানুষ প্রযুক্তিপ্রেম থেকে Hacking এর সাথে যুক্ত হতে চায়, কিছু মানুষ Movies অথবা Web Series দেখে Computer দুনিয়ার বাদশাহ হতে চায় আর কিছু কিংবদন্তী আছেন তারা চান নিরাপদ Internet, মানুষের নিরাপত্তা এবং এই Cyber Security কে পেশা হিসাবে গ্রহণ করে অগণিত মানুষের সাহায্য করতে।
এই নিষ্পাপ স্বপ্ন গুলো অন্ধকারে হারিয়ে যায় কিছু ভুল Roadmap এর কারণে, যে সকল মানুষ গুলো ঠিক মতো Operating System কাকে বলে সেই বিষয়েই জ্ঞান রাখে না তাকেও Hacking এর জন্য Kali Linux Install করতে বলা হয়!
আর এইদিকে Kali Linux হলো একটি Hyper specialized distribution যা কিনা Security Experts এবং Penetration Testers এর জন্য তৈরি। সবে মাত্র স্বপ্ন দেখা মানুষ গুলো বেশীরভাগই Cyber Security সম্পর্কে তেমন জ্ঞান রাখে না! তাহলে তাকে কেনো Security Experts এবং Penetration Testers দের ব্যবহৃত জিনিস Recommend করা হয় তা আমার বোধগম্য হয় না, না সে Security Expert না সে Penetration Tester!
কেউ যখন Security Administrator, Network Administrator, System Administrator, Security Specialist, Security Analyst, Security Engineer, Security Consultant, CISO, Security Manager, IT Project Manager, Security Director অথবা Chief Information Security Officer হওয়ার স্বপ্ন দেখে তখন কিছু মানুষ তাদের ভুল Roadmap দিয়ে Install করিয়ে দেয় Kali Linux, পরিচয় করিয়ে দেয় কিছু Tools এর সাথে, Share করে বিভিন্ন Commands সহজ ভাবে বলতে গেলে তাদের Script Kiddie বানাতে ব্যস্ত হয়ে যায়।
আর এইভাবেই হারিয়ে ফেলছি আমরা অগণিত সাইবার সৈনিক।
অপ্রিয় হলেও সঠিক যে, Kali Linux অবশ্যই কোনো Secure Linux distribution না। যদি Defensive sense দ্বারা বিবেচনা করেন এটাই সত্য, সবসময় মনে রাখা উচিত এটা Offensive security distribution, Kali Linux এর সাথে আসা Tools গুলো বিপদজনক ও বটে, যদি ভুল ভাবে ব্যবহার করা হয় তবে মারাত্মকভাবে আইনত অপরাধ। এই জন্য আগে Basic বিষয় গুলো জানা উচিত, যারা Cyber Security কে পেশা হিসাবে গ্রহণ করতে চায় তাদের উচিত আগে Operating System নিয়ে পড়াশোনা করা, Linux কী এবং GNU/Linux কী এবং কেনো Linux ব্যবহার করতে হবে সেই বিষয়ে জানা।
Linux হলো একটি Kernel, এটা Operating System না। Kernel হলো Operating System এর অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ অংশ। এটাকে একটা Operating System হিসাবে তৈরি করার জন্য GNU Software এবং অন্যান্য সংযোজনগুলির সাথে সরবরাহ করা হয় যা আমাদের GNU/Linux নাম দেয়। এই জন্যই সর্বপ্রথম একটা কথা বলে নিতে চাই
❝Linux is Linux❞
Hacking OS বলতে আমরা বুঝি Kali Linux এবং আমি দেখেছি এমন অনেকেই আছে যারা Linux মানেই Kali Linux মনে করে বা এমনও মানুষ আছে যারা Kali Linux ছাড়া Hacking করা সম্ভব না এমনও মনে করে, শুধু তাই না ParrotOS এবং Kali Linux নিয়েই আমাদের Linux এমনটাই কিছু মানুষের চিন্তাভাবনা, বিষয়টা সত্যিই সংশোধন করা উচিত। একজন Cyber Security এর ছাত্র হিসাবে অবশ্যই GNU/Linux এর সাথে বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা একদম নতুন Linux এর সাথে সম্পর্ক তৈরি করতে চায় তাদের উচিত সাধারণ Distribution এর সাথে পরিচয় হওয়া, আপনি যেকোনো GNU/Linux এর মাধ্যমেই Ethical Hacking করতে পারবেন, Strongly recommend করবো আগে Linux বিষয়ক জ্ঞান অর্জন করুন, General distribution ব্যবহার করে GNU/Linux কে জানুন, দেখবেন তখন আর Script Kiddie হতে হবে না, গর্ব করে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারবেন।
সর্বশেষ একজন Linux Enthusiast হিসাবে বলবো
❝Every Linux distro is the same, just give me Terminal, Root access and Internet.❞
Search
Popular Posts
- ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পাশাপাশি আরেকটি দিবস পালন করা উচিত
- সহশিক্ষা, সহচাকরীর ভয়াবহতা: পৃথিবীজুড়ে নারী সংসদ সদস্যরা ব্যাপক হারে যৌন হয়রানির শিকার -আইপিইউ
- সহশিক্ষা, সহচাকরীর ভয়াবহতা: পৃথিবীজুড়ে নারী সংসদ সদস্যরা ব্যাপক হারে যৌন হয়রানির শিকার -আইপিইউ
- শবে বরাত আপনি কেন ঢাকা রাজারবাগ দরবার শরীফে পালন করবেন?
- ‘ছেলেদের সাথে সহশিক্ষা, সহচাকরী পছন্দ করে না মার্কিন মেয়েরা’ -বৃটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা
Muhammad Ismail zabeehullah 1 y
ধন্যবাদ