আমি আপনারাই গোলাম

image

আমি আপনারাই গোলাম

image

আমি আপনারাই গোলাম

image

আমি আপনারাই গোলাম

image
image
image

আমি চেয়েছিলাম তোমাকে,
পেয়ে গেলাম তোমায়—
চাওয়ার আর পাওয়ার মাঝখানে
কত যে নীরব প্রার্থনা ছিল, জানো?
ভাগ্য না কি ইচ্ছে—
জানি না কোনটা জিতল,
শুধু জানি,
পাওয়ার পর আর কিছু চাইতে ইচ্ছে করে না।

image

যামানার ইমাম হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র ক্বওল শরীফ-
আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিরোধিতাকারী ও দুশমন কাফির-মুশরিক, ইহুদী-নাছারা, ফাসিক-ফাজির, বিদয়াতী-বেশরা তারা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী ও জাহান্নামী। তাদেরকে ভক্তি, শ্রদ্ধা ও সম্মান করা, তাদের পরামর্শ, নিয়ম-নীতি, তর্জ-তরীক্বা, কৃষ্টি-কালচার গ্রহণ করা সবই কুফরী এবং কাফির ও জাহান্নামী হওয়ার কারণ।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ-
ফাসিকের প্রশংসা করা হলে আল্লাহ পাক তিনি এত অধিক অসন্তুষ্ট হন যে, উনার অসন্তুষ্টির কারণে আরশ মুবারক পর্যন্ত কেঁপে উঠে।

মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা‘আলা জাল্লা শানুহূ উনার পবিত্র কালাম শরীফ-
নিশ্চয়ই সমস্ত প্রাণীর মাঝে আল্লাহ পাক উনার নিকট কাফিররাই সবচেয়ে নিকৃষ্ট, যারা ঈমান আনেনি।

যামানার ইমাম হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র ক্বওল শরীফ-
ছফর মাসের সম্মানার্থে মহান আল্লাহ পাক উনার নাফরমানীমূলক এবং হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানের খিলাফ যাবতীয় কুফরী আক্বীদা ও আমল থেকে বেঁচে থাকা
প্রত্যেক মুসলমানের জন্য ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত।