যামানার ইমাম হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র ক্বওল শরীফ-
আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিরোধিতাকারী ও দুশমন কাফির-মুশরিক, ইহুদী-নাছারা, ফাসিক-ফাজির, বিদয়াতী-বেশরা তারা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী ও জাহান্নামী। তাদেরকে ভক্তি, শ্রদ্ধা ও সম্মান করা, তাদের পরামর্শ, নিয়ম-নীতি, তর্জ-তরীক্বা, কৃষ্টি-কালচার গ্রহণ করা সবই কুফরী এবং কাফির ও জাহান্নামী হওয়ার কারণ।
যামানার ইমাম হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র ক্বওল শরীফ-
ছফর মাসের সম্মানার্থে মহান আল্লাহ পাক উনার নাফরমানীমূলক এবং হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানের খিলাফ যাবতীয় কুফরী আক্বীদা ও আমল থেকে বেঁচে থাকা
প্রত্যেক মুসলমানের জন্য ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত।