Watch

আসসালামু আলাইকুম, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা।  আমরা জানি নিজের পক্ষ হতে কুরবানী করা ওয়াজিব। কিন্তু এটা কি জানি- হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ হতে কুরবানী করা ফরজ?
চলুন জেনে নেই-
আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং ওছিয়্যত মুবারক করেছেন- উনার পক্ষ হতে যেন কুরবানী করা হয়।
এ বিষয়ে হাদীছ শরীফে বর্ণিত রয়েছে –
عَنْ حَضْرَتْ حَنَشِ بْنِ الْحَارِثِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ كَانَ إِمَامُ الْأَوَّلِ سَيِّدُنَا حَضْرَتْ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ عَلَيْهِ السَّلَامُ يُضَحَى بِكَبْشٍ عَنْ رَّسُوْلِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِكَبْشٍ عَنْ نَّفْسِهِ قُلْنَا لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِيْنَ تُضَحَى عَنْ رَّسُوْلِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنِي أَنْ أُضَحَى عَنْهُ أَبَدًا فَأَنَا أُضَحَى عَنْهُ أَبَدًا

অর্থ: "বিশিষ্ট তাবিয়ী হযরত হানাশ ইবনে হারিছ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি সব সময়  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে একটি কুরবানী মুবারক করতেন এবং উনার নিজের পক্ষ থেকে একটি কুরবানী মুবারক করতেন। আমরা উনাকে জিজ্ঞাসা করেছিলাম- আপনি কি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে কুরবানী মুবারক করছেন? তিনি বলেন, নিশ্চয়ই হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে নির্দেশ মুবারক করেছেন আমি যেনো আবাদুল আবাদ অর্থাৎ অনন্তকাল ধরে উনার পক্ষ থেকে কুরবানী মুবারক করি।  সেজন্য আমি প্রতি বছর হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে কুরবানী মুবারক করি। (সুনানুল কুবরা লিল বাইহাক্বী ৯/২২৮, আউনুল মা'বুদ শরহে সুনানে আবূ দাউদ ৭/৪৮৭)
এই ওছিয়্যত মুবারক হযরত আলী কাররমাল্লাহ ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে করা হলেও সমস্ত উম্মতের উপর বর্তায়।  কাজেই এ ওছিয়্যত মুবারক পালন করা প্রত্যেক উম্মতের জন্যই ফরজ।
আপনি জেনে খুশি হবেন যে, একই ভাবে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ হতে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ইয়াতিমখানা ও লিল্লাহবোর্ডিং-এ প্রতি বছর শত শত কুরবানী করা হয়।  যারা এককভাবে ফরয কুরবানী দিতে চান অথবা শরীক থাকতে চান এবং ওয়াজিব কোরবানিও দিতে চান তাদের প্রত্যেকের জন্য এখানে  সুব্যবস্থা রয়েছে।
ফরয ও ওয়াজিব কুরবানীতে শরিক হতে যোগাযোগ করুন- 01709-672605 নাম্বারে।

ফরয ও ওয়াজিব কুরবানীতে শরিক হতে চান?
আসসালামু আলাইকুম, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা।  আমরা জানি নিজের পক্ষ হতে কুরবানী করা ওয়াজিব। কিন্তু এটা কি জানি- হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ হতে কুরবানী করা ফরজ?
চলুন জেনে নেই-
আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং ওছিয়্যত মুবারক করেছেন- উনার পক্ষ হতে যেন কুরবানী করা হয়।
এ বিষয়ে হাদীছ শরীফে বর্ণিত রয়েছে –
عَنْ حَضْرَتْ حَنَشِ بْنِ الْحَارِثِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ كَانَ إِمَامُ الْأَوَّلِ سَيِّدُنَا حَضْرَتْ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ عَلَيْهِ السَّلَامُ يُضَحَى بِكَبْشٍ عَنْ رَّسُوْلِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِكَبْشٍ عَنْ نَّفْسِهِ قُلْنَا لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِيْنَ تُضَحَى عَنْ رَّسُوْلِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنِي أَنْ أُضَحَى عَنْهُ أَبَدًا فَأَنَا أُضَحَى عَنْهُ أَبَدًا

অর্থ: "বিশিষ্ট তাবিয়ী হযরত হানাশ ইবনে হারিছ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি সব সময়  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে একটি কুরবানী মুবারক করতেন এবং উনার নিজের পক্ষ থেকে একটি কুরবানী মুবারক করতেন। আমরা উনাকে জিজ্ঞাসা করেছিলাম- আপনি কি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে কুরবানী মুবারক করছেন? তিনি বলেন, নিশ্চয়ই হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে নির্দেশ মুবারক করেছেন আমি যেনো আবাদুল আবাদ অর্থাৎ অনন্তকাল ধরে উনার পক্ষ থেকে কুরবানী মুবারক করি।  সেজন্য আমি প্রতি বছর হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে কুরবানী মুবারক করি। (সুনানুল কুবরা লিল বাইহাক্বী ৯/২২৮, আউনুল মা'বুদ শরহে সুনানে আবূ দাউদ ৭/৪৮৭)
এই ওছিয়্যত মুবারক হযরত আলী কাররমাল্লাহ ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে করা হলেও সমস্ত উম্মতের উপর বর্তায়।  কাজেই এ ওছিয়্যত মুবারক পালন করা প্রত্যেক উম্মতের জন্যই ফরজ।
আপনি জেনে খুশি হবেন যে, একই ভাবে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ হতে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ইয়াতিমখানা ও লিল্লাহবোর্ডিং-এ প্রতি বছর শত শত কুরবানী করা হয়।  যারা এককভাবে ফরয কুরবানী দিতে চান অথবা শরীক থাকতে চান এবং ওয়াজিব কোরবানিও দিতে চান তাদের প্রত্যেকের জন্য এখানে  সুব্যবস্থা রয়েছে।
ফরয ও ওয়াজিব কুরবানীতে শরিক হতে যোগাযোগ করুন- 01709-672605 নাম্বারে।

মন জুড়ানো সৌন্দর্য সুবহানাল্লাহ

"এই ছোট দানাগুলোর ভেতর লুকিয়ে আছে প্রকৃতির এক আশ্চর্য শক্তি!"

"চিয়া সিডে আছে ওমেগা-৩, ফাইবার, প্রোটিন আর অ্যান্টিঅক্সিডেন্ট!"

"ওজন কমানো, হজমশক্তি বাড়ানো, আর সারাদিন চাঙ্গা থাকার জন্য প্রতিদিন খান ১ চামচ চিয়া সিড।"

"বিশুদ্ধ ও প্রাকৃতিক চিয়া সিড পেতে অর্ডার করুন এখনই – Sunnat24 | 01722990448

ফরজ কুরবানী কি??