সারা আলমে সর্বপ্রথম মুসলমান হলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি। পবিত্র দ্বীন ইসলাম উনার সূচনা ও শুরু উনার তরফ থেকে এবং পবিত্র দ্বীন ইসলাম উনার সফলতা ও সুউচ্চতাও উনার মাধ্যমে। সারা কায়িনাতের নেক কাজের উৎস তিনি। তিনি নেক শব্দেরও উম্মুন বা জন্মদাত্রী। সব মুহব্বত মুবারক, মা’রিফত মুবারক, ইলম মুবারক, নিসবত তায়াল্লুক উনার উৎসও তিনি। “উম্মুল মু’মিনীন” তিনি। তিনি উম্মুল আসইয়াদ তথা সমস্ত সাইয়্যিদযাদা উনাদের মুহতারামা আম্মাজান। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!