মাতৃভাষায় ইংরেজির অনুপ্রবেশ; মাতৃভাষার অবমাননা
------------------------------------------------------
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন- মাতৃভাষাকে মুহব্বত করা সম্মানিত ঈমান উনার অন্তর্ভুক্ত।
এই সম্মানিত হাদীস শরীফ দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে, সম্মানিত ইসলামী শরীয়ত উনার মাঝে মাতৃভাষাকে মুহব্বত করার গুরুত্ব কত বেশি!
কিন্তু, খুবই দু:খজনক খবর হচ্ছে- এ ব্যাপারে আমাদের দেশের জনগণ একেবারেই উদাসীন। যার ফলে, এই দেশে, এই সমাজে মাতৃভাষার সাথে ইংরেজি ভাষাকে সংমিশ্রণ করে প্রতিনিয়ত-ই মাতৃভাষাকে অবমাননা করা হচ্ছে। নাউযুবিল্লাহ।
নতুন প্রজন্ম স্বীয় মাতৃভাষায় অনর্গল কথা বলতে একেবারেই অক্ষম হয়ে যাচ্ছে। এই কঠিন পরিণতির পেছনে দায়ী ব্রিটিশ বেনিয়াদের সুক্ষ্ম ষড়যন্ত্র! ভাষাগত গোলামীতে এই জাতীকে রূপান্তর করতে তারা এখন অনেকটাই সফল!
এই পরিস্থিতির অবসান ঘটাতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাতৃভাষার সাথে ভিনদেশী ভাষাকে গুলিয়ে ফেলার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচিতে কাফিরদের সবধরনের ষড়যন্ত্র নিয়ে বিশেষ অধ্যায় সংযুক্ত করতে হবে। সর্বপরি, ইংরেজি ভাষাকে মাতৃভাষার সাথে যে বা যারা সংমিশ্রণ করার কাজে মদদ দিয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।
এর কোনো বিকল্প নেই!
- মুহম্মদ মাসউদুর রহমান ফাহীম