মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন,

لَقَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ فَقِيرٌ وَنَحْنُ أَغْنِيَاءُ سَنَكْتُبُ مَا قَالُوا وَقَتْلَهُمُ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ وَنَقُولُ ذُوقُوا عَذَابَ الْحَرِيقِ

অর্থ: অবশ্যই মহান আল্লাহ পাক তিনি তাদের কথা শুনেছেন যারা বলে, ‘নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি ফকীর আর আমরা ধনী।’ না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! শীঘ্রই আমরা লিপিবদ্ধ করব অর্থাৎ লিপিবদ্ধ করেছি তারা যা বলেছে এবং অন্যায়ভাবে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে তারা শহীদ করেছে। আর (পরকালে তাদেরকে) আমি বলবো- তোমরা প্রজ্জলিত অগ্নির শাস্তির স্বাদ গ্রহণ করো। (পবিত্র সূরা আল ইমরান : আয়াত শরীফ ১৮১)