মালিক যখন পবিত্র সুন্নত মুবারক সামগ্রী আমাদের জেলায় পাঠান তখন আমরা নিয়ামত মনে করে সম্মানের সহিত গ্রহণ করা আমাদের দায়িত্ব কর্তব্য।

মনে রাখতে হবে, পবিত্র সুন্নত মুবারক প্রচার প্রসার গাড়ি সফরে আসেন সয়ন মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার আদেশক্রমে উনার তত্ত্বাবধানে।সুবহানাল্লাহ!!

সম্মানিত আন্তর্জাতিক সুন্নত মুবারক গাড়ি আমাদের কাছে ব্যবসার জন্য পাঠান না বরং আমাদের জন্য নেয়ামত হিসেবে পাঠান, সুবহানাল্লাহ। সম্মানিত আন্তর্জাতিক সুন্নত মুবারক গাড়ি ঢাকা থেকে যখন আমাদের জেলায় আসে তখন আপনি হিসাব করবেন যে, প্রচার প্রসার গাড়ি তেল জাতায়েত খরচ গাড়ির সাথে ৩ থেকে ৪ জন সফরকারী আসেন একবার হিসাব করে দেখবেন যে, মহান মালিক তিনি কি ব্যবসার জন্য আমাদের কাছে পাঠান?? যদি ব্যবসার জন্য পাঠাতেন তাহলে আমরা কত টাকার মালামাল ক্রয় করি এবং মালিক কতো টাকা ব্যবসা করেন?? আর কতো টাকা খরচ করেন?? আর কতো টাকা লাভ করেন? বিনিময়ে মালিক উনার লাভ নাকি আমাদের লাভের জন্য এই, পবিত্র নিয়ামত??

শুনুন শুনুন। জামানার ইমাম ও মুজাদ্দিদ মুযা'দ্দিদে আয'ম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি, মহাসম্মানিত ও মহাপবিত্র আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার প্রসার একমাত্র মহান আল্লাহ পাক ও যিনি, হাবীব মাহবুব নূরে মুজাসসাম নবীজি হবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টির জন্য, সুবহানাল্লাহ! সুবহানা মুর্শিদ ক্বিবলা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম। তিনি একমাত্র, মহান আল্লাহ পাক ও যিনি মাহবুব নূরে মুজাসসাম নবীজি হবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মোহতাজ দুনিয়ার মোহতাজ না। সুবহানাল্লাহ!! আসেন আমাদের চিন্তা ভাবনা ধারণা পরিবর্তন করি!

মালিক আপনার কুদরতি ক্বদম মুবারকে ক্ষমা চাই এবং, আমাদের কে সহি বুঝ ও সহি সমজ দান করেন, আমীন।

image