আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, হযরত জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি হিজরী ৮৪৯ সনের পবিত্র ১লা রজবুল হারাম শরীফ ইয়াওমুল আহাদ বাদ মাগরিব মিশরের কায়রো শহরে পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেন। উনার মূল নাম মুবারক আব্দুর রহমান। উনার কুনিয়াত আবুল ফদ্বল। উনার মশহূর লক্বব জালালুদ্দীন। এ লক্বব মুবারকেই তিনি প্রসিদ্ধি লাভ করেন।