দরদী শাহযাদা
-----------------------
এমন দরদী শাহযাদা
কোথাও পাবে না
যিনি ইয়াতীমের আপন হতে
খুজেন বাহানা
শাহে আক্বা আল আরাবী
সবার প্রতি খুব মায়াবী
যিনি গরীব দু:খীর মনের ব্যাথা
সইতে পারেন না
এমন দরদী শাহযাদা
কোথাও পাবে না
অ-কাতরে বিলান করম
আদর সোহাগ বাটেন চরম
যিনি যাকে তাকে এক পলকে
বানান দিওয়ানা
এমন দরদী শাহযাদা
কোথাও পাবে না
শাহানশাহী শান আলীশান
মুছিবতে খুব মেহেরবান
যিনি অসহায়ের তরে করেন
সবচেয়ে করুণা
এমন দরদী শাহযাদা
কোথাও পাবে না
প্রাণের প্রিয় খলীফাজী
সদা শোনেন সকল আরজী
যিনি ফায়িজ দিয়ে শান্ত রাখেন
আহত সিনা
এমন দরদী শাহযাদা
কোথাও পাবে না
- মেসুত আল ফাহীম