1 ث

পবিত্র রমাদ্বান মাসের পূর্বে বাজার উর্ধ্বমুখী কেনো? এর দায় কার?
-------------------------------------------------------------

পবিত্র রমাদ্বান মাস হচ্ছেন- শাহরুল্লাহ শরীফ অর্থাৎ মহান আল্লাহ পাক উনার মাস। এই মহান মাস উনাকে সম্মান করা, তা’যীম-তাকরীম করা সমস্ত মুসলমান, জিন-ইনসান সকলের জন্য ফরয।

এই মাস উনাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ’র মাঝে অন্যরকম একটা আমেজ তৈরী হয়। প্রত্যেকটি ঘরে ঘরে যেন ইবাদত বন্দেগীর উৎসব শুরু হয়। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে এই সম্মানিত মাহিনা উনাকে কেন্দ্র করে নিত্য-প্রয়োজনীয় পন্য সামগ্রী থেকে শুরু করে সব কিছুতে ব্যাপক ছাড় দেয়া হয়।

অথচ, এক্ষেত্রে আমাদের দেশের চিত্র পুরোপুরি উল্টা। রমাদ্বান মাস আসার কয়েকমাস আগ থেকে (অর্থাৎ এখন থেকেই) বাজারের দাম উধ্বমুখি। প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পন্যের দাম কোনো কারণ ছাড়াই বেড়ে যাচ্ছে। ৯৮ভাগ মুসলমান উনাদের দেশে যা কখনোই বরদাশত যোগ্য নয়।

সম্মানিত রোজাদ্বার উনাদের জন্য যেখানে বাজারকে সহজলভ্য করা দরকার ছিলো সেখানে দেখা যাচ্ছে পুরোই বিপরীত চিত্র। এর দায় কার? এর দায় রাষ্ট্রের! এর দায় সরকারের!

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এমন পরিস্থিতি তৈরী হওয়া কখনোই সম্ভব না। সরকারের নিরব ভূমিকা এবং গোপন সমর্থনের ফলেই বর্তমান বাজারে সিন্ডিকেটের ব্যাপক আস্ফালন পরিলক্ষিত হচ্ছে।

অতএব, সরকার যদি অতিসত্ত্বর এ ব্যাপারে শক্ত ব্যবস্থা গ্রহণ না করে, তবে সরকারকে কঠিন কাফফারা আদায় করতে হবে। মনে রাখতে হবে, "আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।"

- মুহম্মদ মাসউদুর রহমান ফাহীম

image