আমি চেয়েছিলাম তোমাকে,
পেয়ে গেলাম তোমায়—
চাওয়ার আর পাওয়ার মাঝখানে
কত যে নীরব প্রার্থনা ছিল, জানো?
ভাগ্য না কি ইচ্ছে—
জানি না কোনটা জিতল,
শুধু জানি,
পাওয়ার পর আর কিছু চাইতে ইচ্ছে করে না।

image