মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৩৯)
আল্লামা হযরত ইবনে কাছীর রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে লিখেন—
اَنَّ اَبَا لَهَبٍ قَالَ لِسَيِّدِنَا حَضْرَتْ خَاتِمِ الْمُهَاجِرِيْنَ عَلَيْهِ السَّلَامُ (سَيِّدِنَا حَضْرَتْ اَلْعَبَّاسِ عَلَيْهِ السَّلَامُ) اِنَّهٗ لَيُخَفَّفُ عَلَىَّ فِىْ مِثْلِ يَوْمِ الْاِثْنَيْنِ قَالُوْا لِاَنَّهٗ لَمَّا بَشَّرَتْهُ سَيِّدَتُنَا حَضْرَتْ اُمُّ الرَّضَاعَةِ اَلْاُوْلٰى عَلَيْهَا السَّلَامُ (سَيِّدَتُنَا حَضْرَتْ ثُوَيْبَةُ عَلَيْهَا السَّلَامُ) بِمِيْلَادِ اِبْنِ اَخِيْهِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِبْنِ حَضْرَتْ عَبْدِ اللهِ عَلَيْهِ السَّلَامُ اَعْتَقَهَا مِنْ سَاعَتِهٖ فَجُوْزِىَ بِذٰلِكَ لِذٰلِكَ
অর্থ: “আবূ লাহাব সাইয়্যিদুনা হযরত খ¦াতিমুল মুহাজিরীন আলাইহিস সালাম উনাকে বললো, (হে আমার মহাসম্মানিত ও মহাপবিত্র ভাই!) অবশ্যই এই কঠিন আযাব থেকে আমাকে প্রতি সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইছনাইনিল আযীম শরীফ অর্থাৎ সোমবার) রুখছত দেয়া হয়। আল্লামা হযরত সুহাইলী রহমাতুল্লাহি আলাইহি তিনি এবং অন্যান্য হযরত ইমাম—মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের সুসংবাদ সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম তিনি আবূ লাহাবকে দেন। তৎক্ষণাৎ সে খুশিতে উনাকে মুক্ত করে দেয়। এই কারণে প্রতি সপ্তাহে ১ দিন তাকে আযাব থেকে রুখছত দেয়া হয় এবং তার শাহাদাত ও বৃদ্ধাঙ্গুলের মাঝখান থেকে ঠান্ডা শীতল পানি প্রবাহিত হয়। এটাই সে চুষে চুষে পান করে। ফলে তার এক সাপ্তাহের আযাব হালকা হয়ে যায়।” সুবহানাল্লাহ! (আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্ ১/৩৩২, মাছাবাতা বিস সুন্নাহ্ ১/৮৩)