মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৩৮)
এই প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
قَالَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاَيْتُ اَبَا لَـهَبٍ فِـى النَّارِ يَصِيْحُ اَلْعَطَشَ اَلْعَطَشَ فَيُسْقٰى مِنَ الْمَاءِ فِـىْ نُقْرِ اِبْـهَامِهٖ فَقُلْتُ بِـمَ هٰذَا فَقَالَ بِعِتْقِىْ سَيِّدَتَنَا حَضْرَتْ اُمَّ الرَّضَاعَةِ الْاُوْلـٰى عَلَيْهَا السَّلَامُ (سَيِّدَتَنَا حَضْرَتْ ثُوَيْبَةَ عَلَيْهَا السَّلَامُ) لِاَنَّـهَا اَرْضَعَتْكَ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি আবূ লাহাবকে দেখেছি জাহান্নামের আগুনে নিমজ্জিত অবস্থায় চিৎকার করে বলছে— পানি! পানি! পিপাসা! পিপাসা! তাকে পানি দেওয়া হচ্ছে তার বৃদ্ধাঙ্গুল ও শাহাদাত আঙ্গুল দুই আঙ্গুলের মাঝামাঝি স্থান দিয়ে। (সামান্য পানি দেওয়া হচ্ছে। সে পান করলো। এতে তার এক সপ্তাহের যে আযাবটা মনে হলো দূর হয়ে গেছে। এটা দেখে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি তো সব কিছু জানেন, উম্মতকে তা’লীম দেওয়ার জন্য বলেন—) আমি বললাম, এই কাট্টা কাফির আবূ লাহাবকে ঠাণ্ডা পানি দেওয়া হচ্ছে কী কারণ? আবূ লাহাব বললো, আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ উপলক্ষে খুশি প্রকাশ করে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনাকে মুক্ত করার কারণে এই ফায়দা পাচ্ছি। কেননা তিনি আপনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র দুধ মুবারক পান করিয়েছেন।” সুবহানাল্লাহ! (তারীখে ইয়াকুবী ১/৩৬২)