ইয়া মামদুহ শাইয়্যান লিল্লাহ
---------------------------------------

দু'আখিতে অশ্রুবিন্দু
হৃদয় জুড়ে দু:খের সিন্ধু
বিশ্বাসে নেই 'যদি কিন্তু'
বিপদে মোর আছেন বন্ধু

ইয়া মামদুহ শাইয়্যান লিল্লাহ
ইয়া মামদুহ ইয়া মামদুহ

আখলাকের আজ অধ:পতন
রঙ বদলে ব্যাস্ত জীবন
কোনো কিছুই হয়নি অর্জন
তবুও স্রেফ মিছেই গর্জন
ব্যার্থ দিলে মরু ধু - ধু
আশার আলো মালিক শুধু

ইয়া মামদুহ শাইয়্যান লিল্লাহ
ইয়া মামদুহ ইয়া মামদুহ

আপদ এলেই আল্লাহ-বিল্লাহ
এছাড়া নেই তওবা-তিল্লাহ
মুর্শিদ বিনে ইন্না-লিল্লাহ!
মুর্শিদ থাকলেই ফতেহ কেল্লা
সময় থাকতে সাবধান বুদ্দু
মিটিয়ে দে মায়ার জাদু

ইয়া মামদুহ শাইয়্যান লিল্লাহ
ইয়া মামদুহ ইয়া মামদুহ

আবদার করি শাহে সারকার
বানান আমায় ফরমাবরদার
অনেক হলো নিজের কারবার
শাহী সুযোগ দিন আরেকবার
শেষ বিচারের ভয়ে ভীতু
ডাকি মাওলা মৃদু মৃদু

ইয়া মামদুহ শাইয়্যান লিল্লাহ
ইয়া মামদুহ ইয়া মামদুহ

- মেসুত আল ফাহীম

image