মুসলমানদের হারানো ঐতিহ্য আবার ফিরে আসুক
১৫২৬ সালের ২৯ আগস্ট।
মোহাচ, হাঙ্গেরি—মাত্র ২ ঘন্টায় বদলে গেল ইউরোপের মানচিত্র!
মোহাচের সমতলভূমিতে এমন এক সংঘর্ষ ঘটে, যা ইউরোপীয় ইতিহাসকে চিরতরে বদলে দেয়। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট-এর নেতৃত্বে অটোমান বাহিনী মাত্র দুই ঘণ্টায় পুরো হাঙ্গেরিয়ান রাজকীয় সেনাবাহিনীকে গুঁড়িয়ে দেয়।
একঝটকায় ধ্বসে পড়ে মধ্য ইউরোপের শক্তির ভারসাম্য; এবং হাঙ্গেরি সাম্রাজ্য পরিণত হয় অটোমানদের প্রভাবাধীন অঞ্চলে।
এই যুদ্ধ শুধু একটি জয় নয়
এটি ছিল অটোমান সামরিক কৌশল, নেতৃত্ব ও আধুনিক যুদ্ধনিয়ন্ত্রণের এক অনন্য উদাহরণ, যেখানে সুলতান সুলেমানের সুবিন্যস্ত আর্টিলারি, অশ্বারোহী বাহিনী ও জেনিসারি ইউনিট সিদ্ধান্তমূলক ভূমিকা রাখে।
মোহাচ = ১২০ মিনিটে এক সাম্রাজ্যের পতন।
ইতিহাসের সবচেয়ে দ্রুত ও বিধ্বংসী যুদ্ধগুলোর অন্যতম।