বাচঁতে হলে মানতে হবে
-------------------------------
বর্তমানে দেশে ঘনঘন ভূমিকম্প হচ্ছে উক্ত বিষয়ের উপর বিশেষ নছীহত মুবারক এবং দেশের সকল মানুষকে গুরুত্বপূর্ণ নির্দেশনা মুবারক দিয়েছেন রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম।
★ দেশের সকল মসজিদ-মাদরাসা এবং স্থানীয়ভাবে সকল স্থানে সম্মিলিতভাবে
বেশি বেশি তওবা ইস্তিগফার, দোয়া করা।
★ বেশি বেশি দুরুদ শরীফ, মীলাদ শরীফ
এবং ছলাত-সালাম পাঠ করা।
★ নিয়মিতভাবে নামাজ আদায় করা।
★ বেপর্দা-বেহায়াপনা, হারাম সকল কাজ
বর্জন করে নেক আমল করা শুরু করা ।
★ বিদআতী জীবন বাদ দিয়ে সুন্নতী জীবন
যাপন শুরু করা।
★পাপ কাজ থেকে দূরে থাকা এবং যারা
লিপ্ত তাদেরকে বাধা দেওয়া।
★ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত
বুলন্দি শান মুবারক ফুটিয়ে তোলা।
★ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিরোধিতাকারীদের
শাস্তির ব্যবস্থা করা।
★ অন্যায় কাজের বাধা দেওয়া এবং নেক
কাজে সহযোগিতা করা।
★ নিয়মিত পবিত্র কুরআন শরীফ
তিলাওয়াত করা।
★ বেশী বেশী নেককার-আল্লাহ ওয়ালা উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করা।
★ মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সবাইকে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উছিলায় সকল প্রকার আযাব-গযব থেকে হিফাযত করেন। আমীন।