চট্টগ্রাম পোর্ট বিদেশীদের হাতে তুলে দেওয়ার বিনিময়ে ১০০ মিলিয়নেরও বেশি কমিশন খেয়েছে ইউনুস, আশিক, সাখাওয়াতরা । সাথে চট্টগ্রাম পোর্টের চেয়ারম্যান-সচিবসহ আরো অনেকেই রয়েছে।
এদের সাথে জামায়াত-বিএনপি ও নৌবাহিনীর উচ্চ পদস্থ একাংশও এই কমিশনের অংশ পেয়েছে মর্মে শোনা যাচ্ছে।
এই কারণেই জামায়াত-বিএনপি থেকে চোখে পড়ার মতো কোন বাধা আসে না, মুখ স্বর্বস্ব বিবৃতি ছাড়া। নৌবাহিনী থেকেও কোন বাধা আসে না।
এই যে ইউনুস-আশিক থেকে বিএনপি-জামায়াত, পোর্ট চেয়ারম্যান, সচিব ও নৌবাহিনীর উচ্চপদস্থ একাংশ- এরা সবাই যদি চোর-বাটপার, কমিশনখোর হয়, তাও বিদেশীদের কাছে নিজের দেশের সবচেয়ে কৌশলগত স্থান দেওয়ার বিনিময়ে কমিশন- এই যদি হয় দেশের দ্বায়িত্বশীলদের অবস্থা, তাহলে এই দেশ টিকবে কিভাবে?