image

22 m

বোবা হচ্ছে বিপদের কারণ। নছীহতে মুর্শিদ ক্বিবলা রাজারবাগ দরবার শরীফ

বোবা হচ্ছে বিপদের কারণ। নছীহতে মুর্শিদ ক্বিবলা রাজারবাগ দরবার শরীফ

বোবা হচ্ছে বিপদের কারণ। নছীহতে মুর্শিদ ক্বিবলা রাজারবাগ দরবার শরীফ
#live
#alhikmah
#sm40

image

ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয়

১. অন্নানাহামানা

২. মান্নানাহাদ্দাকা

৩. হান্নানা

বাররাকা

৪. হাদ্দাকা

৫. বাররাকাদ্দাকা

৬. শাদ্দাকা

১. "আন্নানা" হলো সেই নারী যে সবসময় 'হায় আফসোস' 'হায় আফসোেস' করতে থাকে। এবং অলস, 'রোগিণী'র ভান করে বসে থাকে। এমন নারীকে বিয়ে HALAL FEELINGS করলে সংসারে বরকত হয় না।

২. "মান্নানা" হলো সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে, আমি তোমার জন্যে এই করেছি, সেই করেছি।' হেন করেছি, তেন করেছি, ইত্যাদি ইত্যাদি।

৩. “হান্নানা” হলো সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে।

৪. "হাদ্দাকা” হলো সেই নারী, যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে চায়, এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপে রাখে।

৫. "বাররাকা" হলো সেই নারী যে সারাদিন কেবল সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে যেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায়। এবং পরে একা একা খায়।

৬. "শাদ্দাকা" হলো সেই নারী যে সবসময় বকবক করে।

বিয়ের ক্ষেত্রে সর্বদা দ্বীনদারীকে প্রাধান্য দিন।

হে আল্লাহ! তুমি আমাদেরকে দ্বীনদার স্ত্রী ও নেক সন্তান দান করুন।

হে আল্লাহ আমাদের সকল বোনদেরকে দ্বীনদার স্বামীও নেক সন্তান দান করুন।

বিঃদ্রঃ হে আল্লাহ্ আপনি আমাদের সকল নর নারী কে দ্বীনদার ও নেককার হওয়ার তৌফিক দান করুন, আমিন।

শাইখ সুলাইমান বিন সালিমুল্লাহ আর রুহাইলি حفظه الله OB এর বক্তব্যের একটা অংশবিশেষ।

image

ছোহবত উনার তাছীর

image

image