হযরত ইমামুল আউওয়াল কারামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার একটা ঘটনা উল্লেখ করা হয় যে- একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ইমামুল আউওয়াল কারামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার হুজরা শরীফে গেলেন হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম এবং হযরত ইমামুছ ছানী (হাসান) আলাইহিস সালাম ও হযরত ইমামুছ ছালিছ (হুসাইন) আলাইহিস সালাম উনাদেরকে দেখার জন্য। যখন গেলেন তখন হযরত ইমামুল আউওয়াল কারামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি কি মেহমানদারী করবেন? তখন উনার হুজরা শরীফে কিছুই ছিল না মেহমানদারী করার মতো। মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এসেছেন, কিছু মেহমানদারী করা সুন্নত। কি মেহমানদারী করবেন, কিছুই নেই হুজরা শরীফের মধ্যে। তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি একটু বসেন, আপনি একটু আলোচনা করেন, কথাবার্তা বলেন, আমি এখনই আসছি। তিনি বের হয়ে বাজারে আসলেন। উনার উদ্দেশ্য হলো- বাজার থেকে যদি কিছু পয়সা জোগাড় করা যায়, পয়সার বন্দোবস্ত করা যায়, সেই পয়সাটা দিয়ে কিছু খাদ্য খরীদ করে নিয়ে তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মেহমানদারী করবেন। তিনি যখন বাজারে আসলেন, হঠাৎ দেখলেন কি! একজন লোক একটি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি যাচ্ছেন, উনাকে লোকটা বললেন, হে হযরত ইমামুল আউওয়াল কারামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম! কোথায় যাচ্ছেন আপনি? কিছু ব্যবসার জন্য এসেছিলাম। আমার এই ঘোড়াটা ছয় দিনারে বিক্রি করব, আপনি কিনবেন কি? তিনি বললেন হ্যাঁ, কিনতে পারি। তিনি বললেন, আমি নিতে পারি, তবে শর্ত হলো- আমি এখন পয়সা দিতে পারবো না। আমি বিক্রি করে পয়সা দেব। বেশ, ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি, আপনি নিয়ে যান। হযরত ইমামুল আউওয়াল কারামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি সেটা কিনে রওয়ানা হলেন সামনের দিকে। কিছু দূর যাওয়ার পরে এক লোক বললেন, হে হযরত ইমামুল আউওয়াল কারামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম! আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, বাজারে এই ঘোড়াটা বিক্রি করার জন্য যাচ্ছি। সে ব্যক্তি বললেন, আমি তো কিনতে চাচ্ছি। কত বিক্রি করবেন? তিনি বললেন, আপনি কত দিতে চান? সে ব্যক্তি বললেন- দশ দীনার। ঠিক আছে, তিনি দশ দীনার বিক্রি করে দিলেন। বিক্রি করে ছয় দীনার সেই ব্যক্তিকে দিয়ে দিলেন। তিনি চার দীনার দিয়ে খাদ্য নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে গিয়ে পেশ করলেন। পেশ করে তিনি খুব খুিশ হলেন, উনার দিল এতমিনান হয়ে গেল। তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আজকে একটা ঘটনা ঘটে গেছে। একটা খুব সুন্দর ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? মহান আল্লাহ পাক তিনি তো উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আগেই সেটা জানিয়ে দিয়েছেন। কারণ পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুুবারক হয়েছে-
أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ
“মহান আল্লাহ পাক তিনি আমাকে (সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত) সমস্ত ইলিম মুবারক হাদিয়া করেছেন”। (মুসলিম শরীফ, মিশকাত শরীফ)
মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সেটা জানা ছিল। মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন যে, কি হয়েছে? আয় মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার তো পয়সা ছিল না আপনার মেহমানদারী করার জন্য। বাজারে গেলাম, একটা ঘোড়া বাকীতে কিনে বিক্রি করে চার দীনার লাভ করলাম। সেটা দিয়ে আপনার জন্য খাদ্য নিয়ে এসেছি। মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “হে আলী কাররামাল্লাহু আলাইহিস সালাম! আপনি কি জানেন, কার থেকে কিনেছেন এবং কার কাছে বিক্রী করেছেন?” তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেটা তো জানি না। মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “হে হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম! আপনি যখন আমাকে এখানে বসিয়ে রেখে বের হয়ে গেছেন, তখন মহান আল্লাহ পাক তিনি সাথে সাথে হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে নির্দেশ দিলেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম, আমার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম উনার হুজরা শরীফে বসে আছেন। হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম তিনি অস্থির হয়ে গেছেন মেহমানদারী করার জন্য। আপনি এখনি একটা ঘোড়া নিয়ে যান। উনার কাছে ঘোড়াটা বিক্রি করবেন। আর হযরত মীকাঈল আলাইহিস সালাম উনাকে বললেন, আপনি গিয়ে ওটা খরীদ করে আনবেন। মধ্যে দিয়ে আপনি কিছু পয়সা দিয়ে দিন, যার ফলে তিনি মেহমানদারী করতে পারেন। ঠিক সেই পয়সাটা আপনি নিয়ে এসেছেন। কাজেই
إِلَّا عَلَى اللهِ رِزْقُهَا وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ
“যমীনে যত প্রাণী আছে প্রত্যেকের রিযিকের জিম্মাদার মহান আল্লাহ পাক”। সুবহানাল্লাহ!
12shareef
90DaysMahfil

abdul baqui
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Joynal13 Joynal13
Delete Comment
Are you sure that you want to delete this comment ?