আফসানা আপার বাসায় একবার পুরুষ আনজুমানের ব্যবস্থা করা হয়। তখন তিনি উনার আহালকে জিজ্ঞাসা করেন, কত জন মানুষ আসবে? উনার আহাল বলেন, ২৫/৩০ জনের মত। তাই তিনি ২৫/৩০ জনের পরিমাণ অনুযায়ী খাবার রান্না করেন। পরে দেখা গেল, আনজুমানে ৩০ জনেরও বেশী মানুষ এসেছে। যখন তিনি দেখলেন অনেক মানুষ এসেছে, তখন তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার উসীলা মুবারক দিয়ে খাবার বাড়তে শুরু করলেন। খুব অবাক করা বিষয় যে, তিনি যখন অর্ধেক হাড়ি খাবার বাড়লেন তখনই ৩০টি প্লেট বাড়া সম্পন্ন হয়ে গেল। এরপর সেই খাবারে এত বরকত হয় যে, আনজুমান শেষে উনাদের পরিবারের সবাই সেই ৩০ জনের জন্য রান্না করা খাবার থেকে খেয়েছেন। সুবহানাল্লাহ!

মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন দাতা আর বন্টন করেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং সেই ধারাবাহিকতায় উনার মহাসম্মানিত নায়িব বা ওয়ারিছগণ অর্থাৎ আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারাও বন্টন করে থাকেন। উনারাই হচ্ছেন মহান আল্লাহ পাক উনার খাছ রহমত ও বরকত মুবারক উনাদের ধারক বাহক ও বন্টনকারী। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার এমন খাছ একজন ওলীআল্লাহ যে, উনাকে শুধুমাত্র স্মরণ করার দ্বারাই মহান আল্লাহ পাক তিনি নিয়ামত ও বরকত মুবারক দান করে থাকেন। সুবহানাল্লাহ! সুবহানা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আম্মাজান ক্বিবলা আলাইহাস সালাম!

image