এই ইহুদীরাই বণী ইসরাইলের ৭০ হাজার হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে বিনা কারণে অন্যায়ভাবে শহীদ করেছে। যা তাদের চরম অবাধ্যতা, নাফরমানী ও সীমালঙ্গনের বহিঃপ্রকাশ।

এ সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ

অর্থ: তাদের উপর আপতিত হলো লাঞ্ছনা ও দারিদ্রতা এবং তারা অর্জন করলো মহান আল্লাহ পাক উনার গযব বা অসন্তুষ্টি। এটা একারণে যে, তারা মহান আল্লাহ পাক উনার নিদর্শন মুবারকসমূহ অবিশ্বাস করেছিলো এবং বিনা কারণে অন্যায়ভাবে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে শহীদ করেছিল। এটা এজন্য যে, তারা নাফরমানী করেছিলো এবং সীমালঙ্ঘন করেছিলো। (পবিত্র সূরা বাক্বারা : আয়াত শরীফ ৬১)