মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- “(মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) তাদেরকে (বান্দা-বান্দীদেরকে) মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ দিন মুবারক ও রাত মুবারকগুলো স্মরণ করিয়ে দিন। (যাতে তারা সে সব দিন ও রাতসমূহ উদযাপন বা পালন করতে পারে।)” সুবহানাল্লাহ!