১লা রজবুল হারাম শরীফ
----------------------------------
আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নিসবাতুল আযীম শরীফ সহ ৫ টি সম্মানিত বিষয় রয়েছে আজকের এই দিবসটিতে
_

★ ইমামুল খ্বমিস আলাইহিস সালাম।
তিনি হচ্ছেন সাইয়্যিদুশ শুহাদা সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সাল্লাম
অর্থাৎ সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান
আলাইহিস সালাম উনার সম্মানিত নাতী।
সাইয়্যিদুনা হযরত ইমামুল খ্বমীস আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পিতা হচ্ছেন,
ইমামুর রবি মিন আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনার নাম মুবারক হচ্ছেন,
সাইয়্যিদুনা হযরত যাইনুল আবেদিন আলাইহিস সালাম।
উনারই আওলাদ হচ্ছেন,
সাইয়্যিদুনা হযরত ইমামুল খ্বমীস আলাইহিস সালাম তিনি
উনার সম্মানিত নাম মুবারক হচ্ছেন সাইয়্যিদুনা হযরত মুহম্মদ বাকের আলাইহিস সালাম।
তিনি বিলাদতী শান মুবারক প্রকাশ করেন , ১লা রজবুল হারাম শরীফ , ৬৭ হিজরী শরীফ উনার ইয়াওমুল জুমুয়াহ শরীফ ।
আর তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন,
১১৭ হিজরী শরীফ উনার ৭ই যিলহজ্জ শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ।
তিনি দুনিয়ার যমিনে অবস্থান মুবারক করেন,
৫০ বছর ৫ মাস ৬ দিন।
------------------------------------------
★ যিনি ১০ম হিজরী শতকের মুজাদ্দিদ
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী
রহমতুল্লাহি আলাইহি।
তিনি ১লা রজবুল হারাম শরীফ ইয়াওমুল আহাদ অর্থাৎ রবিবার
বিলাদতী শান মুবারক প্রকাশ করেন ।
--------------------------------------------
★ আউওয়ালু লাইলাতিম মির রজব বা মহাসম্মানিত ও মহাপবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার প্রথম রাত।
যা দুয়া কবুলের বিশেষ ৫ রাতের ১টি রাত। এরপর
-----------------------------------

সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ
আলাইহিস সালাম উনার সাথে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের আযীমুশ নিসবাতুল আযীম শরীফ দিবস।
এবং লাইলাতু রগ্বায়িব শরীফ।
--------------------------------------
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দাদাজান।
তিনি উনার আওলাদ সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বাজান উনার
নিসবাতুল আযীম শরীফ করানোর জন্য এমন একজন মহাসম্মানিতা মেয়ে অনুসন্ধান করছিলেন , যিনি হবেন সর্বোচ্চ বংশীয়, এবং সম্মান ইজ্জত পবিত্রা ও চারিত্রিক নিষ্কুলষতার দিক থেকে সর্বশ্রেষ্ঠত্বের অধিকারীনি । সুবহানাল্লাহ ।

সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বাজান তিনিও উনার আম্মাজান উনাকে বললেন ,
হে আমার সম্মানিতা আম্মাজান আমি আশা করি, আপনি আমার পক্ষ থেকে এমন একজন মহাসম্মানিতা ও মহাপবিত্রা মেয়ে উনার কাছে আযীমুশ নিসবাতুল আযীম শরীফ উনার বিষয়ে প্রস্তাব মুবারক দিবেন , যিনি হবেন
সর্বশ্রেষ্ঠা , সর্বোত্তম চরিত্র মুবারক উনার অধিকারিনী , অতি উত্তম জিসিম মুবারক উনার অধিকারীনি , সুদর্শনা , ন্যায়পরায়ন , উজ্জল দীপ্তিময় , সর্বদিক থেকে পরিপূর্ণতার অধিকারীনি , বেমেছাল মান সম্মান মুবারক উনার অধিকারীনি , সর্বশ্রেষ্ঠা ও সুউচ্চ বংশীয়া। সুবহানাল্লাহ ।

এরপর উনার আম্মাজান তিনি সম্মানিত কুরাইশ বংশ এবং আরবের সকল গোত্রের সমস্ত কুমারী মেয়ে উনাদের ব্যপারে অত্যন্ত নিখুতভাবে সংবাদ নিলেন।
কিন্তুু তিনি একমাত্র
সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ব্যতীত অন্য কাউকে উপরোক্ত সমস্ত গুনাবলি মুবারক উনাদের অধিকারিনী পেলেন না।
সুবহানাল্লাহ ।
এরপর সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি উনার আম্মাজান উনাকে বললেন, আপনি দ্বিতীয় বারের মত আবার উনাকে দেখুন ।
তারপর উনার আম্মাজান উনাকে পুনরায় দেখতে গেলেন এবং উনার দিকে যখন তাকালেন।
তখন তিনি উনাকে এমন অবস্থায়
দেখলেন যে , সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেন মুক্তা সাদৃস্য তারকার ন্যায় নূর মুবারক বিচ্ছুরন করছেন । সুবহানাল্লাহ।
এরপর উনাদের নিসবাতুল আযীম শরীফের বিষয়টি ফায়সালা করা হলো।

সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযীমুশ নিসবাতুল আযীম শরীফ পরিপূর্ণরুপে সুন্নতী কায়দায় হয়েছিলেন।
এ বিষয়ে সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন,
নির্দিষ্ট সময়ে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত মক্কা শরীফ থেকে মদীনা শরীফে নিয়ে আশা হল। সম্মানিত কাবা শরীফ উনার পাশেই জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফ। সেখানেই উনাদের আযীমুশ শান নিসবাতুল আযীম শরীফ উনার মজলিশ অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ ।

এবং সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকলের উপস্থিতে সুন্নতী তরতীব মুবারক অনুযায়ী প্রথমে মহান আল্লাহ পাক উনার প্রশংসা এবং ছানা ছিফত মুবারক করেন।
তারপর সকলের উদ্দেশে নছিহত মুবারক করেন, তিনি বলেন ,
সেই মহান আল্লাহ পাক উনার অসংখ্য শুকরিয়া আদায় করছি উনার প্রশংসা মুবারক করছি।
যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত হাদিয়া মুবারক করেছেন । আমাদেরকে দয়া দান ইহসান মুবারক করেছেন । আমাদের রিদয়ে উনার শুকরিয়া প্রশংসা এবং ছানা ছিফত করার উপলব্ধি দান করেছেন।
তিনি আমাদেরকে সম্মানিত মক্কা শরীফ উনার অধিবাসী বানিয়েছেন। এবং তিনি অন্যান্য গোত্রের উপর আমাদেকে মর্যাদাবান করেছেন।
এবং দুর্যোগ এবং দুরবস্থা থেকে আমাদেকে মুক্তি দিয়েছেন। এবং তিনি বলেন , সেই মহান আল্লাহ পাক উনার প্রসংসা এবং শুকরিয়া আদায় করছি।
যিনি আমাদের জন্য আযীমুশ শান নিসবাতুল আযীম শরীফ উনাকে বৈধ করেছেন।
এবং অবৈধ সংসর্গ নিষিদ্ধ করেছেন। এই বলেই তিনি অনুষ্ঠান মুবারক সুচনা করে বলেন, এখন আপনাদের অবগতির জন্য
পেশ করছি যে,

আমাদের সম্মানিত আওলাদ সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে, আপনাদের সম্মানিত আওলাদ সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আযীমুশ শান নিসবাতুল আযীম শরীফে আবদ্ধ হতে চান। এবং আপনাদের সম্মতি হলে এই নিসবাতুল আযীম শরীফ সুসম্পন্ন করতে চান
আপনারা কি
এ প্রস্তাবে রাজি রয়েছেন ?

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন,
অতঃপর সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত ওয়াহাব ইবনে আবদে মানাফ আলাইহিস সালাম তিনি বলেন,
আমরা এ প্রস্তাব মুবারক গ্রহন করলাম।
সুবহানাল্লাহ ।

তারপর তিনিও মহান আল্লাহ পাক উনার প্রশংসা ও ছানা ছিফত মুবারক করার পর সকলের উদ্দেশ্যে কিছু নছিহত মুবারক করেন।
তিনি বলেন সেই মহান আল্লাহ পাক উনার অসংখ্য শুকরিয়া আদায় করছি, উনার প্রসংসা মুবারক করছি, যিনি আমাদেরকে দ্বীনে হানীফ উনার উপর প্রতিষ্ঠিত রেখেছেন এবং উনার সম্মানিত শুকরিয়া , প্রশংসা , ছানা, ছিফত করার তাওফিক দান করেছেন। তিনি আমাদেরকে সম্মানিত কুরাইশ গোত্র উনার বিশেষ শাখা যুহরা গোত্র উনার অন্তর্ভুক্ত করেছেন। এবং
সম্মানিত মদীনা শরীফ উনার অধিবাসী করেছেন । এবং সকল গোত্রের উপর আমাদেরকে মর্যাদাবান করেছেন
মানুষের খিদমত করার সুযোগ দিয়েছেন।
সেই মহান আল্লাহ পাক উনার প্রশংসা করছি যিনি আমাদের জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র আযীমুশ নিসবাতুল আযীম শরীফ বৈধ করেছেন এবং অবৈধ সংসর্গ নিষিদ্ধ করেছেন। সুবহানাল্লাহ ।
এভাবেই সাইয়্যিদুনা হযরত ওয়াহাব ইবনে আবদে মানাফ আলাইহিস সালাম তিনিও উনার সংক্ষিপ্ত নছিহত মুবারক শেষ করেন।
এতে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অত্যন্ত খুশি মুবারক প্রকাশ করেন। অতঃপর তিনি হাসি মুখে সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলেই এই সম্মানিত কাজের সাক্ষী থাকলেন।
অতঃপর সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার শুকরিয়া আদায় করেন এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন। সুবহানাল্লাহ ।

সম্মানিত সুন্নতী তরতীব অনুযায়ী সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ সুসম্পন্ন করা হয়। সুবহানাল্লাহ ।
তখন উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াবী বয়স মুবারক ছিলেন ১৮ বছর ৩ মাস ২৫ দিন,
আর সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার দুনিয়াবী বয়স মুবারক ছিলেন ২৪ বছর ১১ মাস ২৯ দিন। সুবহানাল্লাহ ।
----------------------------------------------

উনাদের নিসবাতুল আযীম শরীফ
উনার সময়টা ছিল,
নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশে ৮ মাস ১২ দিন পূর্বে।
সম্মানিত রজবুল হারাম শরীফ মাস
উনার ১লা তারিখ। লাইলাতুল জুমুয়াহ শরীফ বাদ মাগরিব। সুবহানাল্লাহ।

আর এই রাতটাই হচ্ছে লাইলাতুল রগ্বায়িব শরীফ উনার রাত। এই রাতের ফযিলত সম্পর্কে বলা হয়
শবে বরাত এবং শবে কদ্বর অর্থাৎ হাজার মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ ফযিলতপূর্ন রাত হচ্ছে এই লাইলাতুল রগ্বায়িব শরীফ উনার রাত। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার আব্বাজান উনার কপাল মুবারকে নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুপে অবস্থান করছিলেন।
সেই নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই লাইলাতুল রগ্বায়িব শরীফ উনার রাতে উনার আম্মাজানের কাছে নুরুত তাসরীফ মুবারক রাখেন।

যখন সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের আযীমুশ শান নিসবাতুল আযীম শরীফ সুসম্পন্ন হল। আর এই ঘটনা যখন সারা কায়িনাতে ছড়িয়ে পড়লো।
তখন কুরাইশ বংশীয় সমস্ত মহিলা উনারা অসুস্থ হয়ে পড়েন। এমনকি সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে আহাল হিসেবে না পাওয়ার দুঃখ অনুতাপে ২০০ মহিলা হার্টফেল করে ইন্তেকাল করেন। কারন তাদের সকলের আশা আকাংখা ছিল সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে নিসবাতুল আযীম শরীফ করে নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধারন করা ।
তারা নিশ্চিত হয়ে গেল
আজকে এই লাইলাতুল রগ্বায়িব শরীফ উনার মাধ্যম দিয়ে নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার আম্মাজান উনার কাছে নুরুত তাসরীফ মুবারক গ্রহন করবেন।

অর্থাৎ তাদের যে আশা আকাংখা ছিল সমস্ত কিছুই বিলিন হয়ে গেল। এই দুঃখ অনুতাপে
শুধু মাত্র দুইটি গোত্র থেকেই ২০০ মহিলা হার্টফেল ইন্তেকাল করেছেন।
আর এ ব্যপারে আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, কায়মোকামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস সালাম সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন,
মুলত হাজার হাজার মহিলা ইন্তেকাল করেছেন। আর লক্ষ লক্ষ মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। সুবহানাল্লাহ

তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আব্বাজান আম্মাজান এবং এই লাইলাতুল রগ্বায়িব শরীফ উনাদের কত ফযিলত। যা বেমেছাল বিষয় কল্পনাতিত বিষয় ।

এই নিসবাতুল আযীম শরীফ উনার মোহরানা ছিলেন, নগদ ১ ঊকিয়া স্বর্ণ ও ১ ঊকিয়া রৌপ্য। যার বর্তমান বাজার দর হিসেবে ৫,৩৫,৫০০ টাকা।
এবং এই নিসবাতুল আযীম শরীফে একশত উট, একশত গরু , একশত বকরী৷, জবাই করে প্রচুর পরিমানে খাদ্য প্রস্তুুত করেছেন এবং সম্মানিত মক্কা শরীফ এবং আশেপাশের এলাকার সবাইকে দাওয়াত করে মেহমানদারী করেছেন। এই সম্মানিত মেহমানদারী চারদিন পর্যন্ত চলেছেন। সুবহানাল্লাহ

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বা এবং আম্মা আলাইহিমাস সালাম উনাদের নিসবাতুল আযীম শরীফ উনার যে ওয়াকেয়া মুবারকসমূহ থেকে স্পষ্ট হয়ে যায়।
উনাদের সম্মানিত পবিত্রতা মুবারক, শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান খুছুছিয়ত বৈশিষ্ট মুবারক, কতো বেমেছাল,
সেটা সমস্ত জ্বীন ইনশান তামাম কায়িনাত বাসীর চিন্তা এবং কল্পনার উর্ধে।
যা ভাষা দিয়ে প্রকাশ করা কশ্মীনকালেও সম্ভব নয়।

তাই সমস্ত জ্বীন ইনশান তামাম কায়িনাত বাসীর জন্য ফরয হচ্ছে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আব্বা আম্মা আলাইহিমাস সালাম হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম
উনাদের সম্মানিত জিবনী মুবারক জানা , জেনে ফিকির করা, ফিকির করে
ইবরত নছিহত হাছিল করার মাধ্যম দিয়ে হাক্বীক্বী রেযামন্দি সন্তুুষ্টি মুবারক তায়াল্লুক নিসবত মুবারক
অর্জন করার কোশেশ করা ।

এখন দুঃজনক হলেও সত্য যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আব্বা এবং আম্মা আলাইহিমাস সালাম হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম
উনাদের জীবনী মুবারকের যত কিতাবাদী রচিত হয়েছে, সমস্ত কিতাবাদীতে উনাদের শানের খিলাপ লেখা হয়েছে। নাউযুবিল্লাহ।

এজন্য সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন, এমনভাবে উনাদের বিষয়ে আলোচনা করা হয়েছে
যেন মনে হচ্ছে উনাদের শানের খিলাফই তারা লিখেছে । নাউযুবিল্লাহ।

তাহলে এই মুসলিম উম্মাকে, সমস্ত জ্বীন ইনশানকে, কায়িনাতকে উনাদের হাক্বীক্বী জীবনী মুবারক, হাক্বীক্বী বুলন্দ শান মুবারকের যে নির্যাস মুবারক সেটা কে দিবেন?

আপনারা জেনে খুশি হবেন যে,
যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এবং নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা অত্যান্ত দয়া ও ইহসান করে আমাদেরকে কায়িনাতকে হাদিয়া
মুবারক করেছেন
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে।
যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম আর আখাছছুল খাছভাবে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আব্বা এবং আম্মা আলাইহিমাস সালাম উনাদের সম্পর্কে সর্বোত্তম ও সর্বোচ্চ বিশুদ্ধ আক্বীদা ও হুসনে যন মুবারক।
যা ইতিপূর্বে কেউ লাভ করতে পারেনি।
তিনি একের পর এক উনাদের হাক্বীক্বী শান
ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান মুবারক প্রকাশ করে যাচ্ছেন। যা কায়িনাতের বুকে কেউ ইতিপূর্বে করেননি।
সুবহানাল্লাহ।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বা আম্মা আলাইহিমাস সালাম উনাদের বেমেছাল পবিত্রতা মুবারক, অনন্য খুছুছিয়ত মুবারক এবং বেমেছাল শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান মুবারক।
উনারা কায়িনাতের কারো মত নন। উনারা যে একমাত্র মহান আল্লাহ পাক তিনি নন এছাড়া সমস্ত শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান মুবারক উনার অধিকারী।
তা উনাদের আযীমুশ শান নিসবাতুল আযীম শরীফ উনার মাধ্যম দিয়ে প্রকাশিত হয়েছে ।
সুবহানাল্লাহ ।
কাজেই সমস্ত সৃষ্টির জন্য ফরয হচ্ছে উনাদেরকে সমস্ত কিছুর চাইতে বেশি
মুহব্বত করা।
মহান আল্লাহ পাক তিনি যেন আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানার্থে
দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জ্বীন ইনশান আমাদের সবাইকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বা আম্মা আলাইহিমাস সালাম উনাদের হাক্বীক্বী মুহব্বত করার তাওফিক দান করেন, উনাদের ধ্যানে খেয়ালে মুহব্বতে মশগুল থাকার তাওফিক দান করেন, উনাদের মুহব্বত মুবারক আমাদের জন্য রিযিক করে দেন। আমিন।

image