যরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, একবার হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এসে বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই যে হযরত কুবরা আলাইহাস সালাম তিনি একটি পাত্র নিয়ে আসতেছেন উহাতে তরকারী এবং খাওয়ার দ্রব্য রয়েছে। তিনি যখন আপনার নিকট আসবেন তখন আপনি উনাকে উনার রবের পক্ষ হতে এবং আমার পক্ষ হতে সালাম বলবেন এবং উনাকে সম্মানিত জান্নাত উনার মধ্যে মুক্তাখচিত এমন একটি প্রাসাদের সুসংবাদ প্রদান করবেন, যেখানে না কোনো হই হুল্লোর রয়েছে আর না কোনো কষ্ট রয়েছে। (বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ)
